হুয়াওয়েবিহীন ৫জি নেটওয়ার্ক চালু হচ্ছে যুক্তরাজ্যে

২৫ জুলাই, ২০১৯ ২৩:০১  
যুক্তরাজ্যের মোবাইল নেটওয়ার্ক ও২ আগামী অক্টোবরে ফাইভজি মোবাইল নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পাচ্ছে। প্রাথমিকভাবে বেলফাস্ট, কার্ডিফ, এডিনবার্গ, লন্ডন, স্ল এবং লিডস শহরে পরবর্তী প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক চালু করছে অপারেটরটি। ২০২০ সাল নাগাদ শহরের এই সংখ্যা ৫০ এ পৌছাবে। এর আগে আরও তিনটি অপারেটর ফাইভজি উন্মোচনের প্রস্তুতি নিলেও ও২ এর বিষয়টি নিয়ে আলোচনা কারণ হলো এই প্রথম হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার ছাড়াই ফাইভজি নেটওয়ার্ক চালু হতে যাচ্ছে। ও২ স্পেনের বহুজাতিক টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান টেলিফোনিকার মালিকানাধীন কোম্পানি। যদিও টেলিফোনিকা এর আগে তাদের নেটওয়ার্কে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করেছে। ডিবিটেক/বিএমটি